শুক্রবার, ৬ জুলাই, ২০১২

Notepade এ ফোল্ডার বানানো

আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন কিছু।  আমরা সাধারণত নতুন ফোল্ডার খুলতে গেলে প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করি তারপর new তারপর folder এ ক্লিক করি। আবার folder গুলোর নাম দিতে একটা একটা করে rename  করি। এভাবে ঝামেলা না করে ‍কিভাবে notepad এ যত খুশি ফোল্ডার তৈরি করে তার রিনেম করা যায় তাই আজ আপনাদের দেখাচ্ছি:
প্রথমে আপনার কম্পিউটারের notepad open করুন। প্রথমেই লিখুন md তারপর space দিয়ে যে যে নামের ফোল্ডার তৈরি করতে চান সেই সেই নাম লিখুন। ধরুন আমি 1,2,3,4,5 নামের ৫ টি ফোণ্ডার তৈরি করতে চাই। তাহলে আমি নোটপ্যাডে লিখবো:
md 1 2 3 4 5
এবার সেভ করার পালা। সেভ এস এ ক্লিক করে যেকোনো নাম দিয়ে নামের শেষে .bat লিখে দেন। এবার আপনার .bat নামের ফাইলটি ওপেন করুন। দেখবেন 1 2 3 4 5 নামের ৫টি ফোল্ডার তৈরি হয়ে গেছে। এভাবে আপনার খুশি মতো যত খুশি ফোল্ডার তৈরি করতে পারেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

No spam comment please. I will delete out of topic comment.