আপনি জানেন কি?

আপনি জানেন কি, আপনার কনুই থেকে হাতের কব্জি পর্যন্ত যত লম্বা, আপনার পায়ের পাতাও ঠিক তত লম্বা??

ইন্টারনেটের গতি বাড়ান আপনার কম্পিউটারে !

আপনি জানেন কি,আপনার ইন্টারনেট স্পিড বাইফিল্ড ২০% কমানো? কথাটা শুনতে অন্যরকম লাগলেও এটাই চির সত্য।

এবার আপনারা AIRTEL থেকে SMS করুন একদম ফ্রী।

আমরা সকলেই আমাদের মোবাইল ফোন থেকে কোন না কোন কাজে SMS SEND করে থাকি। এতে প্রতি SMS এর জন্য আমাদের কমপক্ষে খরচ হয় প্রায় ১ টাকা। কিন্তু এখন আমরা যারা AIRTEL ব্যবহার করি তারা খুব সহজে আমাদের এই টাকা বাঁচাতে পারি।

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

শনিবার, ২৮ জুলাই, ২০১২

C programming




String(পর্ব ১)
লেখা এবং সম্পাদনা  TAHMID ANIK

আসসাল্লামু আলাইকুম  আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন আজকে আমি আপনাদের সাথে string নিয়ে আলোচনা করবো। string শিখতে গেলে অবস্যই  array জানতে হবে।
প্রথমাই বলা দরকার string কি?
C programming এ ডবল কোটেশনের (“ ”) মধ্যে যা লেখা হয় তাই string.
“Hello”
“A”
“Anik”
“Hello Anik”
“Hello 123”
উপরে ডবল কোটেশনের (“ ”) মধ্যে যা লেখা হয়েছে তা সবই string
String initialization:
Char str[ ] = {“Hello”};
অথবা,
Char str[ ] = {‘H’,‘e’,‘l’,‘l’,‘o’};
এখানে প্রথমে “Hello” একবারে initialize করা হয়েছে।
কিন্তু ২য় লাইনে আলাদা করে initialize করা হয়েছে।








এই code টি তে প্রথমে “Hello”  string টি একবারে initialize করা হয়েছে। এরপর তা loop এর
মাধ্যমে print দেয়া হয়েছে। এখানে লক্ষ করে দেখুন যে %c দিয়া print দেয়া হয়েছে।

গল্প ১ - হাফিয

রাত ২ টা ৩৮ মিনিট। দিপ্ত একা একা রাস্তা দিয়ে হাটতেছে।

কোনো মতে বাসা থেকে পালাইছে সে। বাসার দরজা খুলতেই তার ১ ঘণ্টা লাগছে। অনেক সাবধানে দরজা খুলতে হইছে তাকে যাতে ওর আব্বা আম্মা টের না পায়।
আন-মনে হাটতেছে সে।ঢাকার কোনো এক গলির ভিতর দিয়ে। ২-১ টা কুকুর ঘেউ ঘেউ করতেছে। অথচ কোনো দিকেই খেয়াল নাই তার। সব কিছু কেমন জানি নিস্তব্ধ।

মাথায় চিন্তার ঝড় বইছে। কঠিন পরিস্থিতি তার সামনে। পুরোনো দিন গুলোর কথা খুব মনে পরছে।
এতো রাতে বাসা থেকে পলায়ন করার কারণ পায়েল নামের একটি মেয়ে।

দিপ্ত,পায়েল কে ১১ টি বছর ধরে চেনে। ক্লাস ওয়ান থেকেই তারা বন্ধু। খুব ভালো বন্ধু। সুখ দুঃখ সব কিছুর মধ্যেই তারা এঁকে অপরের খুব কাছে ছিল।
দিপ্ত, পায়েল কে তার বন্ধু মনে করত। কিন্তু পায়েল দিপ্ত কে ভালবেসে ফেলেছিল যা সে কখনই দিপ্ত কে বুঝতে দেয় নি।

৩ বছর আগের ঘটনা, দিপ্ত তখন ক্লাস এইট এ পরে। স্কুল এ তার একটি মেয়ে কে খুব ভালো লাগে, সেই ভালো লাগা
ধীরে ধীরে ভালবাসায় পরিণত হয়..মেয়েটির নাম ছিল বর্ষা |

দিপ্ত,, পায়েল কে সব কিছুই বলত। তাই সে পায়েল কে বর্ষার কথা বলল এবং পায়েল এর কাছে সাহায্য চাইলো। সব কষ্ট চেপে রেখে পায়েল, দিপ্ত কে সাহায্য করলো।

দিপ্তর সাথে বর্ষার সম্পর্ক হলো। তবুও সব জেনেও পায়েল শুধু দিপ্ত কেই ভালবাসত।
আজ ২ বছর ১০ মাষ পেরিয়ে গেছে।
দিপ্ত আর বর্ষার সম্পর্ক টা ভালোই চলতেছিল কিন্তু ভুল বুঝা বুঝির ভাঙন সেটা কে গ্রাস করে নিল।

সম্পর্কের ভাঙন দিপ্ত কে ধীরে ধীরে সব কিছু থেকে আলাদা করে দিতে লাগল। পায়েল সবই জানত। কিন্তু মুখ ফুটে কিছুই বলত না।

অনেক সাহস সঞ্চয় করে একদিন পায়েল, দিপ্ত কে তার মনের কথা বলল।
দিপ্ত বর্ষা কে মনে প্রানে ভালবাসত, পায়েল এর কথা কখনই সে ওভাবে ভেবে দেখে নি।

তাই সে পায়েল কে 'না' বলে দেয়। পায়েল ভেবে দেখার জন্য অনুরোধ করে। কিন্তু দিপ্ত যে শুধু বর্ষা কেই ভালবাসত।

অসহায় দিপ্ত কিচ্ছু বুঝে উঠতে পারছিল না।
এক সপ্তাহ পর দিপ্ত একটা খবর শুনল।
খবর টা শুনে দিপ্তর সবকিছু অন্ধকার মনে হল। কি করবে বুঝতে পারছিল না। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল।

পায়েল অনেক দিন ধরে অসুস্থ ছিল। তবে মারাত্মক না, অল্প। এরি মধ্যে একদিন সে খুব অসুস্থ হয়ে পড়ল। কয়েকটা টেস্ট করে জানা গেলো পায়েল ব্লাড ক্যানসার এ ভুগতেছে।
নিজের কান কে বিশ্বাস করতেও কষ্ট হচ্ছিল দিপ্তর। কথা বলার মতো শক্তিও তার ছিল না।২-৩ দিন খুব কষ্টে কাটল তার। নিজেকে সামলে নেয়ার চেষ্টা করলো সে। পায়েল এর হাতে সময় ছিল ২ মাস। এরি মধ্যে চিকিৎসার জন্য ওর আব্বা ওকে আমেরিকা নিয়ে যাওয়ার বাবস্থা করতে লাগলেন।যদিও ওর বাঁচার সম্ভাবনা খুব ই কম ছিল।
বর্ষার প্রতি ভালোবাসা আর নিজের দুঃখ গুলো কে মুছে ফেলল দিপ্ত। পায়েল এর সাথে সেই পিচ্চি কালের বন্ধুটির মতো আচরণ করতে লাগল।

এখন দিপ্ত সব কিছুই জানে। পায়েল তাকে কত টা ভালবাসা আজ তা সে বুঝতে পারছে।
কিন্তু কিছুই যে করার নাই। এই কয়েকটি দিনের জন্য মেয়ে টিকে খুশি রাখতে চায় সে| তার প্রাপ্য ভালবাসা টুকু দিতে চায়।

আর দুই দিন পর ই পায়েল আমেরিকা চলে যাবে। শেষ মুহূর্তে পায়েল এর ভালবাসা স্বীকার করে নেয় দিপ্ত।
কিন্তু মন থেকে বর্ষা কে কোনো মতেই ভুলতে পারে নাই।পায়েল সব ই জানে। কিন্তু মেয়ে টা কিচ্ছু বলে না। নীরবে সহ্য করে সব।

এই ২ টা দিনের জন্য পায়েল কে নিজের করে নিয়েছে দিপ্ত।
একটু আগেও পায়েল এর সাথে ফোনে
কথা বলছিল দিপ্ত।
পায়েল শুধু বলল যে "দিপ্ত, তোকে খুব দেখতে ইচ্ছা করছে"

কথা টা শোনা মাত্র বাসা থেকে বেরিয়ে গেলো সে।

হাঁটছে...
অতীত দিন গুলোর কথা চিন্তা করছে....
জানে না,,কি হবে....

*আমেরিকা যাওয়ার ঠিক ৩ দিন পর পায়েল মারা যায়..

আজও দেখি দিপ্ত কে, কেমন যেন উদাস,, মন মরা।
বর্ষা, দিপ্তর কাছে মাফ চেয়ে অর জীবনে ফিরে আসতে চেয়েছিল কিন্তু দিপ্ত সেই সুযোগ টা আর দেয় নি।

পায়েল এর একটা আংটি আছে দিপ্তর কাছে.. মাঝে মাঝে দেখি সেটার দিকে তাকিয়ে বির বির করে দিপ্ত কি যেন বলছে.....

জানি না......
জানতেও চাইনা.....

লিখেছেন - হাফিয

বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১২

আমি এবং কয়েকটি প্রজাপতি - হুমায়ুন আহমেদ

 আমি এবং কয়েকটি প্রজাপতি - হুমায়ুন আহমেদ
বইটি ডাউনলোড করে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন ৷ 

                                            ডাউনলোড












আমি এবং আমরা- হুমায়ুন আহমেদ

আমি এবং আমরা- হুমায়ুন আহমেদ
বইটি ডাউনলোড করে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন ৷

                                          ডাউনলোড

বুধবার, ২৫ জুলাই, ২০১২

কম্পিউটারের সাথে দাবা খেলবেন ? তাহলে ডাউনলোড করুন (পোর্টেবল-৯মেগা) এই গেমটি।

আমার প্রিয় খেলা হচ্ছে দাবা। আমি প্রথম মত দাবা খেলা পারতাম না। যখন কেউ দাবা খেলত আমি তখন দাড়িয়ে দাড়িয়ে দেখতাম। তখন আমার এক বন্ধু আমাকে প্রথম দাবা খেলা শিখিয়ে দিল। তার পর থেকে বহু মানুষের সাথে বহু সময় ব্যায় করেছি দাবা খেলা করে। আমার স্যার শেখ মোহাম্মদ নাহিদ নিয়াজ তিনি বেশ বেশ দাবা খেলতে পারেন । অনেকদিন যাবৎ আমার পিসিতে দাবা গেমের পোর্টেবল ভার্সনটি রয়েছে । তবুও কেন জানি আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজ হঠাৎ করে মনে হলো আপনাদের এই ভার্সনটি উপহার দেই ।

মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১২

আপনি জানেন কি?

আপনি জানেন কি, আপনার কনুই থেকে হাতের কব্জি পর্যন্ত যত লম্বা, আপনার পায়ের পাতাও ঠিক তত লম্বা??

পরীক্ষা করে দেখুন।
 

শুক্রবার, ২০ জুলাই, ২০১২

হুমায়ুন আহমেদ সরণে


মিসির আলির অমিমাংসিত রহস্য আর শেষ
হোলো না, রহস্যটা নিয়ে মাথা ঘামাবার আগেই
মুষড়ে বসে পড়লেন। হুমায়ুন আহমেদ একটু
আগে মারা গেছেন। জন্ম মৃত্যুর রহস্য
নিয়ে মিসির আলি কখনই খুব একটা ভাবেন নি।
যেটা আমোঘ সেটা হবেই। আজ প্রথম বার তার মনে হচ্ছে তার
অস্তিত্তের সুতোয় টান পড়েছে।
পা ভাঙ্গা কুকুরটাকে পাউরুটি খাওয়াতে খাওয়াতে হিমুর
চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো। তার পিতার কঠিন
উপদেশ ছিল, মায়ার বন্ধনে আবদ্ধ হইয়ো না!

হুমায়ুন আহমেদ সরণে


মিসির আলির অমিমাংসিত রহস্য আর শেষ
হোলো না, রহস্যটা নিয়ে মাথা ঘামাবার আগেই
মুষড়ে বসে পড়লেন। হুমায়ুন আহমেদ একটু
আগে মারা গেছেন। জন্ম মৃত্যুর রহস্য
নিয়ে মিসির আলি কখনই খুব একটা ভাবেন নি।
যেটা আমোঘ সেটা হবেই। আজ প্রথম বার তার মনে হচ্ছে তার
অস্তিত্তের সুতোয় টান পড়েছে।
পা ভাঙ্গা কুকুরটাকে পাউরুটি খাওয়াতে খাওয়াতে হিমুর
চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো। তার পিতার কঠিন
উপদেশ ছিল, মায়ার বন্ধনে আবদ্ধ হইয়ো না!
অতি বিচিত্র কারনে সে আজ হুমায়ুন আহমেদ
নামক ব্যক্তিটির প্রতি কঠিন মায়া অনুভব করছে। রূপার জন্যেও
সে কখনো এতো কঠিন মায়ার
টান অনুভব করেনি।

সোমবার, ১৬ জুলাই, ২০১২

কৌতুক ৭

দীর্ঘদিন চিকিত্সার পর ৩ পাগল
কে নিয়ে বসেছেন ডাক্তার....

ডাক্তারঃ ৩ কে ৩ দিয়ে গুণ
করলে কত হয় ?
১ম পাগলঃ ৪২৫ ।
হতাশ ডাক্তার পরের জনকে একই
প্রশ্ন
করলেন....
২য় পাগলঃ মঙ্গলবার ।
পুরোপুরি হতাশ হয়ে তৃতীয় জনকেও
একই প্রশ্ন করলেন...
৩য় পাগলঃ ৯ ।
ডাক্তার
খুশি হয়ে বললেনঃ ভেরিগুড ।
এইবার
বলতো এটা তুমি কিভাবে বের
করলে ?
.
.
.
.
.
.
৩য় পাগলঃ খুব সোজা , ৪২৫
থেকে মঙ্গলবার বিয়োগ করে ।

কৌতুক ৮

আব্দুল রাস্তা দিয়ে হেটে যাচ্ছে। এক পিচ্চি তাকে প্রশ্ন করল,
"কয়টা বাজে?"
-পৌনে তিনটা
- তিনটা বাজলে আমার পাছায় একটা চুমো দিও।
এই কথা বলেই পিচ্চি দিয়েছে দৌড়। আব্দুল রেগে গিয়ে তার পিছে পিছে দৌড়াচ্ছে। ...পথে বাবলুর সাথে ধাক্কা খেল।
বাবলু- কিরে দোস্ত, দৌড়াস কেন?
- আরে হালার পিচ্চি কয় তিনটা বাজলে ওর পাছায় চুমু খেতে...
- এই জন্য দৌড়াচ্ছিস!! এত তাড়াহুড়া কিসের শুনি ???? 

তিনটা বাজতে এখনো দশ মিনিট বাকি ।

কৌতুক ৬

লুলু পাগলকে পুলিশ ধরে নিয়ে গেছে। খবর পেয়ে পাড়ার ছোট ভাই সিদ্দিক গেল থানায় দেখা করতে আর কারণটা জানতে।

সিদ্দিকঃ ভাই কি হইছিল, এতো লোক থাকতে পুলিশ আপনার মত পাগলা, মানে ভাল মানুষরে ক্যান ধরল?

লুলু পাগলাঃ আর কইয়ো না সিদ্দিক, রাস্তার ধারে দাঁড়ায় ছিলাম, এক মাইয়া যাইতেছিল সামনে দিয়া। হের বুকের উপর একটা কার্ড ঝুইলা আছে, লেখা “PRESS”। আমি তাই দেইখা দেরি না করে ভাল ছেলের মত “PRESS” কইরা দিলাম। মাইয়াটা চিল্লান দিল আর পুলিশ আমারে ধইরা আনল থানায়। এখন কও আমার দোষটা কথায়? :/

কৌতুক ৫

এক মেয়ের বিয়ে হচ্ছে ।
সেখানে তার প্রাক্তন প্রেমিকও এসেছে । এক লোক
এসে জিজ্ঞেস করল,
"আপনিই কি বর?"
"নাহ! আমি তো সেমিফাইনালেই বাদ হয়ে গেছি , ফাইনাল দেখতে আসছি!"

রবিবার, ১৫ জুলাই, ২০১২

এবার আপনারা AIRTEL থেকে SMS করুন একদম ফ্রী।

আমরা সকলেই আমাদের মোবাইল ফোন থেকে কোন না কোন কাজে SMS SEND করে থাকি। এতে প্রতি SMS এর জন্য আমাদের কমপক্ষে খরচ হয় প্রায় ১ টাকা। কিন্তু এখন আমরা যারা AIRTEL ব্যবহার করি তারা খুব সহজে আমাদের এই টাকা বাঁচাতে পারি। এর জন্য আপনাদের শুধুমাত্র দরকার হবে একটি VALID AIRTEL নাম্বার। THEN আপনারা এই লিঙ্কটি ওপেন করুন।

১.খালি বক্সটিতে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিন। তারপর Submit বাটন এ ক্লিক করুন।

২. তারপর আপনি দেখবেন আপনার মোবাইল এ একটি Activation Code গেছে। তারপর আপনি Activation Code টি Activation Code বক্সটি তে লিখেন। তারপর আপনার Password দিন। Password টি confirm করে নিন।
৩. দেখবেন আপনার অ্যাকাউন্ট confirm হয়েছে।
৪. তারপর এই লিঙ্কটিতে ক্লিক করুন।


৫. এখানে আপনার মোবাইল নাম্বার ও Password দিয়ে Sing In বাটন এ ক্লিক করুন।

৬. অ্যাকাউন্ট ওপেন হলে WEB TO SMS বাটন এ ক্লিক করুন।
তারপর ইচ্ছে মতন SMS SEND করুন আপনার প্রিয়জনের কাছে।
এই ওয়েবসাইট এ আপনি পাবেন ফ্রী FNF নাম্বার ADD ও REMOVE এর সুযোগ। Recharge এর History। কল History। আরও অনেক কিছু।

বি.দ্র. :( ১) এই SMS গুলো শুধুমাত্র AIRTEL টু AIRTEL নাম্বার এ পাঠানো যাবে।

Solutions to Let Us C- Test Your C Skills

Solutions to Let Us C - Test Your C Skills 
by Yashwant Kanetkar
This is the solution of let us c test your c skills. This book is not the solution of Let us c which is usually use. So before download is it really needed or not.


                                                Download




শনিবার, ১৪ জুলাই, ২০১২

Let Us C

  প্রোগ্রামিং শেখার জন্য অত্যন্ত গুরুত্তপূর্ন বই ।
 বইটি ডাউনলোড করতে নিচের লিঙ্কে যান ।
 Let Us C 
 by Yashwant Kanetkar

                                             Download

                                            

শুক্রবার, ১৩ জুলাই, ২০১২

ইন্টারনেট বিচ্ছিন্ন তিন লাখ কম্পিউটার

আলোচিত ‘ডিএনএস চেঞ্জার’ ভাইরাসের কারণে তিন লক্ষাধিক কম্পিউটারের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিবিসি জানিয়েছে,মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ডিএনএস ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে ঝুঁকিপূর্ণ সার্ভার বন্ধ করে দেওয়ায় এমনটি ঘটেছে। সংস্থাটি গত বছরের নভেম্বরে ভাইরাসটি সম্পর্কে সতর্কতা জারি করে। এরপর ডিএনএস আক্রান্ত সার্ভারের তথ্য ব্যাকআপ সার্ভারে প্রতিস্থাপনের চেষ্টা করে।


এফবিআই জানিয়েছে, আক্রান্ত সার্ভার নজরদারিতে দশ গুণ বেশি খরচ হচ্ছিল। এজন্য আগেই ঘোষণা দিয়ে গতকাল ওই সব সার্ভারের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সংস্থাটি। ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়া কম্পিউটারের পরিসংখ্যান থেকে দেখা যায়,ডিএনএস আক্রমণের শিকার হয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা। পাশাপাশি ইউরোপ এবং এশিয়ার কম্পিউটারেও আক্রমণ করেছে কুখ্যাত ভাইরাসটি।
যুক্তরাষ্ট্রের ৭০ হাজার কম্পিউটার ব্যবহারকারী ডিএনএস চেঞ্জার আক্রান্ত হয়েছে। ইতালিতে ২৬ হাজার এবং ভারতে ২১ হাজার কম্পিউটার আক্রমণের শিকার হয়েছে। এ ছাড়া যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, চীন, স্পেন, কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে আট হাজার থেকে ২০ হাজার পর্যন্ত কম্পিউটার আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত ডিএনএসের মাধ্যমে হ্যাকাররা আক্রান্ত কম্পিউটার ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে প্রায় ১৪ লাখ ডলার বাগিয়ে নিতে সমর্থ হয়েছে।
এফবিআই জানায়, অনলাইনে লোভনীয় বিজ্ঞাপনের আকারে ২০০৭ সালে প্রথমবারের মতো ডিএনএস চেঞ্জার ছড়িয়ে দেওয়া হয়। বিজ্ঞাপনটিতে ক্লিক করলে ভাইরাসটি প্রথমে কম্পিউটারে ডিএনএস ঠিকানা পরিবর্তন করে। এরপর হ্যাকাররা ওই কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
 সূত্র: বিবিসি

টি-শার্টে মোবাইল চার্জ!

হুটহাট করে মোবাইল ফোনের চার্জ না থাকায় বিপদে পড়েন অনেকেই; কিন্তু পকেটে থাকা অবস্থায় যদি মোবাইল ফোন চার্জ দেওয়া যায় তাহলে কেমন হবে। সত্যি সম্প্রতি ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলিনার বিজ্ঞানীরা টি-শার্টে বিদ্যুৎ জমা করে রাখার একটি পদ্ধতি আবিষ্কার করেছেন। বিজ্ঞানীদের এ আবিষ্কার সত্যি হলে টি-শার্টের পকেটে রেখেই চার্জ দেওয়া যাবে মোবাইল ফোন।
অ্যাডভান্স ম্যাটেরিয়াল জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অধ্যাপক জিয়াংডং লি বলেন, তারা স্থানীয় দোকান থেকে একটি টি-শার্ট কিনে এনে সেটিকে ফ্লোরাইডের দ্রবণে ভেজান। এরপর অক্সিজেনবিহীন পরিবেশে উচ্চ তাপমাত্রায় এটি শুকানো হয়। ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রোড এবং ফেব্রিক ব্যবহার করে দেখা যায়, এটি ক্যাপাসিটারের (বিদ্যুৎ জমা রাখার যন্ত্র) মতো কাজ করছে।
অধ্যাপক লি বলেন, এ প্রক্রিয়ায় দেখা গেছে, ওই টি-শার্ট একটি সুপার ক্যাপাসিটারের মতো কাজ করছে। তিনি বলেন, আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কাপড় পরিধান করি। ভবিষ্যতে আমার টি-শার্টে অনেক ফাংশন থাকবে যেমন_ ধরা যাক টি-শার্টে সহজেই মোবাইল ফোন চার্জ দিচ্ছেন আপনি। বিবিসি অনলাইন।

ইন্টারনেটের গতি বাড়ান আপনার কম্পিউটারে !

আপনি জানেন কি,আপনার ইন্টারনেট স্পিড বাইফিল্ড ২০% কমানো?
কথাটা শুনতে অন্যরকম লাগলেও এটাই চির সত্য। আপনি হয়তো এখনো জানেন না যে, Microsoft windows গুলোতে আপনার কম্পিউটারে ২০% ইন্টারনেট স্পিড কমানো থাকে বাইফিল্ড ভাবে। এই ২০% বেন্ডউইথ Microsoft তাদের প্রডাক্ট আপডেট করার জন্য রিসার্ভ করে রাখে। এবার আপনিই

বলেন আপনি ২০% বঞ্চিত কিনা ?
ইতোপূর্বে বিভিন্ন সফটওয়্যার দ্বারা অনেকে হয়তো ইন্টারনেট স্পিড বাড়িয়েছেন। কিন্তু এতে ইন্টারনেট স্পিড বাড়লেও পিসি কিছুটা স্লো হয়ে গিয়েছিল। তবে এই ট্রিক্সটি এপ্লাই করলে পিসি স্লো হবার সম্ভাবনা নেই।
আসুন ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা ইন্টারনেট স্পিড ৮0% কে বাড়িয়ে ১০০% করে নেই
যেভাবে করবেনঃ
ক) স্টার্ট মেনু থেকে Run এ ক্লিক করুন।
gpedit.msc টাইপ করে এন্টার দিন।
খ) তারপর group policy editor ওপেন হবে. এখন,
Local Computer Policy / Computer Configuration / Administrative Templates / Network / QOS Packet Scheduler / Limit Reservable Bandwidth
গ) Limit Reservable bandwidth এ ডাবল ক্লিক করুন. এটা not configure করা থাকবে।
এখন সিলেক্ট করুন এবং ENABLE করুন, এখন Bandwidth limit % এ গিয়ে ০ লিখে দিন।
OK করে বের হয়ে আসুন।
এখন আপনার কম্পিউটারে আর ২০% স্পিড রিজার্ভ করা থাকবেনা। এবার ইন্টারনেটের দুনিয়ায় প্রবেশ করুন ১০০% গতি নিয়ে!

বুধবার, ১১ জুলাই, ২০১২

কৌতুক ৪

জঙ্গলে এক চিতা বিড়ি খাচ্ছিল তখন এক ইঁদুর আসলো আর বললোঃ “ভাই নেশা ছাইড়া দেও, আমার সাথে আস দেখ জঙ্গল কত সুন্দর” চিতা ইদুরের সাথে যাইতে লাগলো।
সামনে হাতি ড্রাগ নিচ্ছিল ইঁদুর হাতিকেও এক ই কথা বলল এর পর হাতিও ওদের সাথে চলতে শুরু করলো কিছুদুর পর তারা দেখল বাঘ হুইস্কি খাচ্ছে ইঁদুর যখন তাকেও এক ই কথা বলল সাথে সাথে বাঘ হুইস্কির গ্লাস রেখে ইদুরকে দিল কইসা একটা থাপড়!!
হাতিঃবেচারাকে কেন মারতাছ??
বাঘঃ এই শালা কালকেও গাজা খাইয়া আমারে জঙ্গলে ৩ ঘণ্টা ঘুরাইছিল।

কৌতুক ৩

এক কৃষকের দুই বউ।পাশের বাড়ির এক যুবক দুই বউয়ের প্রেমে পড়ে গেল। বড়
বউয়ের কাছে প্রেম নিবেদন করতেই বড় বউ তাকে ঝাঁটাপেটা করে তাড়ালো ।
এরপর সে ছোট বউকে প্রেম নিবেদন করলো । ছোট বউ সঙ্গে সঙ্গে রাজি।চলতে লাগলো তাদের গোপন অভিসার।পাড়াপড়শীরাও জেনে গেল ব্যাপারটা।
তো একদিন কৃষকটা মারা গেল। আর যুবকটি বিয়ে করে ফেললো বড় বউকে।সবাই অবাক। ছোট বউয়ের সাথে প্রেম করে বড় বউকে বিয়ে করার কারন
জিজ্ঞাসা করলো সবাই। তখন যুবক বিজ্ঞের মতো সবাইকে জানালো—"পরপুরুষকে ঝাটা মারতে পারে এমনবউই তো দরকার।"

***সংবাদ শিরোনাম***


হারপিক টিভি একটার সংবাদ শিরোনামে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি 'বাংলা কদু'

#ফ্লাইওভার বিধ্বস্ত; দোষীদের ৪৮ ঘণ্টার মধ্যে খুজে বের করার নির্দেশ

# শব্দ দূষন করায় ইভা রহমান এর গানের উপর ২ মাসের নিষেধাজ্ঞা আরোপ করলেন দুদক

#উদ্বোধনের অপেক্ষায় পদ্মা ২য় বহুমুখী সেতু

# "এক থা ভিজা বিলাই" ছবির শুটিং করতে গিয়ে নায়িকা চাকিব খান এর লিপস্টিক চুরী.... দায়ী করা হচ্ছে প্বার্শ নায়িকা জাস্ট ইন বিবারকে

# বাংলাদেশ ৫ গোলে হারালো Rest of The World Football টিমকে

শেষ করছি একটার সংবাদ শিরোনাম., শিরোনামটি প্রচারিত হল KFL বদনা এর সৌজন্যে

সোমবার, ৯ জুলাই, ২০১২

Calculus (8th Edition) Howard Anton

Calculus (8th Edition)
Howard Anton 
   ডাউনলোড
   ডাউনলোড
  ডাউনলোড

DISCRETE MATHEMATICS AND ITS APPLICATION




DISCRETE MATHEMATICS AND ITS APPLICATION (6th EDITION)
Writer: Kenneth Rosen

Published  Year: 2007

Publisher: The McGraw-Hill Companies, Inc

ISBN: 0072880082

Edition: Sixth 

Size: 24.6 MB
                                        ডাউনলোড



বাংলা প্রোগ্রমিং বই

বাংলা  প্রোগ্রমিং বই
আর্ট অব প্রোগ্রমিং কনটেস্ট
     
 

                                          ডাউনলোড

শুক্রবার, ৬ জুলাই, ২০১২

অপবাদ সুস্ময় আচা্য সুমন

অপবাদ
সুস্ময় আচা্য সুমন






                                               DOWNLOAD

বাড়িয়ে নিন আপনার হার্ডডিস্কের গতি

আস্‌সালামু আলাইকুম। কেমন আছেন সবাই?
আজকে আমরা দেখব কীভাবে হার্ডডিস্কের স্পীড বাড়ানো যায়।
আমাদের ব্যবহূত কম্পিউটারের হার্ডডিস্কটি কাজ করতে করতে অনেক সময়ই স্লো হয়ে পড়ে। তখন দেখা যায় কম্পিউটার স্টার্ট বা কপি পেষ্ট হতে অনেক সময় নেয়। হার্ডডিস্কের কোন ফাইল ওপেন করতেও বেশ সময় লেগে যায়। আর কাজের সময় স্লো হলে মেজাজটা কার ভাল থাকে বলুন?
মেজাজটা খারাপ না করে দেখুন কীভাবে আপনার হার্ডডিস্কের গতি বাড়াতে পারেন।
এ পদ্ধতিতে আপনার কম্পিউটারের মেমোরীর স্পেশাল বাফার কনফিগার করে হার্ডডিস্কের সাথে মেমোরীর ডেটা আদান-প্রদান স্পীড বাড়ানো হয়। ফলে হার্ডডিস্কে আগে থেকে আরো দ্রুত কাজ করা যায়।
প্রথমে আপনার কম্পিউটারের সমস্ত প্রোগ্রাম ক্লোজ করে দিন। এবার Start এ ক্লিক করে Run এ ক্লিক করুন।
অথবা কীবোর্ড থেকে Windows Logo কী প্রেস করা অবস্থায় R প্রেস করুন।
এবার Open বক্সে টাইপ করুন- SYSEDIT.EXE
এবার কীবোর্ড থেকে এন্টার চাপুন।




System Configuration Editor  সহ কয়েকটি উইন্ডো ওপেন হবে।

একেবারে সামনের তিনটি বক্স ক্লোজ করে দিন।
“C:\WINDOWS\SYSTEM.INI” Window ওপেন হবে।
ডানদিকের স্ক্রলবারটি নীচে টেনে নামান। দেখুন একটা লাইনে লেখা আছে [386enh]
লাইনটার শেষে কার্সার রেখে এন্টার চাপুন। একটা ফাঁকা লাইন তৈরী হবে। এবার টাইপ করুন Irq14=4096 ।
এটা কেইস সেনসেটিভ। কাজেই ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর ঠিক করে লিখতে হবে।
এবার ডানদিকে উপরে দেখুন File লেখা আছে। এতে ক্লিক করে Save এ ক্লিক করুন। ফাইলটি সেভ হবে। System Editor টি ক্লোজ করেদিন।
এবার আপনার পিসিটি রিস্টার্ট দিন। এবার দেখুন আপনার পিসির হার্ডডিস্কের গতি আগে থেকে অনেক বেড়ে গেছে। এখন কপি-পেষ্ট করতে এবং হার্ডডিস্কের কোন ফাইল ওপেন করতে আগে থেকে অনেক কম সময় লাগবে।
যাদের RAM 256MB বা তার বেশি, তারাই কেবল এই পদ্ধতিতে হার্ডডিস্কের গতি বাড়াতে পারবেন।
এই পদ্ধতিতে IDE হার্ডডিস্কের গতির পরিবর্তন খুবই লক্ষণীয়। তবে SCSI হার্ডডিস্কের ক্ষেত্রেও ভাল কাজ করে। আর এ পদ্ধতিতে হার্ডডিস্কের গতি বাড়ালে সিস্টেমের কোন ক্ষতি হয় না। কাজেই নিশ্চিন্তে কাজ করুন।
তাহলে আপনার হার্ডডিস্কের গতি বাড়িয়ে নিন এখুনি।
আর টিউনটি কেমন লাগল কমেন্টস করে জানাবেন।
আরো ভাল করে জানতে এখানে ক্লিক করুন
ভাল থাকুন সবাই।
ধন্যবাদ।

আপনার Wapsite বা Blog এর জন্য অতি প্রয়োজনীয় একটি সফট্ওয়ার

বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন । আশা করি ভাল আছেন ।
আমাদের অনেকেরই বিভিন্ন ধরনের পার্সোনাল Wapsite বা Blog রয়েছে । এটাকে সুন্দর করে সাজানোর জন্য আমরা কত কী করি । একটি Wapsite বা Blog এর মূল সৌন্দর্য তার টাইটেল । কিন্তু আমরা টাইটেলের আকৃতি কেমন করবো বা কেমন করে ডিজাইন করবো বা User কে কীভাবে আকৃষ্ট করবো তাবুঝে উঠতে পারি না ।

আজ আমি আপনাদের এই সমস্যার সমাধান দেব । সমাধানটি হল আমি আপনাদের একটি জটিল সফট্ওয়ার উপহার দেব যেটির মাধ্যমে আপনি আপনার নিজের ইচ্ছামত আপনার Wapsite বা Blog এর জন্য টাইটেল তৈরী করতে পারবেন । আপনাকে আর কষ্ট করে টাইটেল খুজতে হবে না । এই সফট্ওয়ারটিতে টাইটেলের জন্য অনেক ডিজাইন দেয়া আছে । আপনি শুধু সফট্ওয়ারটি ডাউনলোড করে ইনস্টল করবেন এবং সেখান আপনার পছন্দের ডিজাইনটি সিলেক্ট করে নিজের ইচ্ছামত ইডিট করবেন ।
সফট্ওয়ারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।

মেমোরীকার্ডকে হ্যাক করে পাসওয়ার্ড উদ্ধার করুন

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । আশা করি সকলে ভালো আছেন । আমার আজকের বিষয় হল মোমোরীকার্ডকে হ্যাক করে পাসওয়ার্ড পাওয়া ।
তাহলে চলুন ।
নিচের পদ্ধতি অনুসরন করুন ।
>>পদ্ধতিসমূহ<<<
১। প্রথমে একটি File Explorer ডাউনলোড করুন ।
এখানে খে ডাউনলোড করতে পারেন DOWNLOAD
.
২। মোবাইলে মেমোরিকার্ড প্রবেশ করুন এবং কিছুহ্মণ পর মেমোরীকার্ডটি মোবাইল থেকে বের করে ফেলুন ।
.
৩। এরপর File Explorer ওপেন করুন এবং মোবাইলের ফোন মেমোরীতে (c) প্রবেশ করুন এবং MMCSTORE নামক ফাইলটি খুজুন ।
.
৪। MMCSTORE ফাইলটি rename করে MMCSTORE.txt করে ফেলুন ।
.
৫। যদি আপনার মোবাইলে সরাসরি txt ফাইল পড়া যায় তাহলে ফাইলটি ওপেন করে পড়ুন । এরমধ্যেই পাসওয়ার্ড আছে ।
যদি txt ফাইলটি মোবাইলে পড়তে না পারেন তাহলে কম্পিউটার এ সেন্ড করে পড়ুন ।
[বিঃদ্রঃ যে মোবাইল দিয়ে মেমোরীকার্ড লক করা হবে সে মোবাইল দিয়ে এই প্রসেসটি করবেন না ]

Notepade এ ফোল্ডার বানানো

আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন কিছু।  আমরা সাধারণত নতুন ফোল্ডার খুলতে গেলে প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করি তারপর new তারপর folder এ ক্লিক করি। আবার folder গুলোর নাম দিতে একটা একটা করে rename  করি। এভাবে ঝামেলা না করে ‍কিভাবে notepad এ যত খুশি ফোল্ডার তৈরি করে তার রিনেম করা যায় তাই আজ আপনাদের দেখাচ্ছি:
প্রথমে আপনার কম্পিউটারের notepad open করুন। প্রথমেই লিখুন md তারপর space দিয়ে যে যে নামের ফোল্ডার তৈরি করতে চান সেই সেই নাম লিখুন। ধরুন আমি 1,2,3,4,5 নামের ৫ টি ফোণ্ডার তৈরি করতে চাই। তাহলে আমি নোটপ্যাডে লিখবো:
md 1 2 3 4 5
এবার সেভ করার পালা। সেভ এস এ ক্লিক করে যেকোনো নাম দিয়ে নামের শেষে .bat লিখে দেন। এবার আপনার .bat নামের ফাইলটি ওপেন করুন। দেখবেন 1 2 3 4 5 নামের ৫টি ফোল্ডার তৈরি হয়ে গেছে। এভাবে আপনার খুশি মতো যত খুশি ফোল্ডার তৈরি করতে পারেন।

এবার আপনি যে কোন মোবাইলের ইন্টারনেট সেটিংস দিন, ১০ সেকেন্ডে !!!

আমরা যারা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করি তাদের সচরাচর চার্জের বিনিময়ে নিজেদের অপারেটরের কাছ থেকে কনফিগারেশন নিতে হয়, তাই না? হাঁ ঠিক তাই কম পক্ষে একটা মেসেজ এর …টাকা তো দিতে হয়। আমি আজ আপনাদের সবার মোবাইলে ফ্রি ইন্টারনেট কনফিগারেশন দিব। এর জন্য প্রথমে আপনাকে নীচের লিঙ্কে প্রবেশ করুন -
http://tweakker.com/wizard/step1

এর পর এখান থেকে প্রথমে আপনি আপনার মোবাইলের ব্রাণ্ড সিলেক্ট করুন ও পাশের >> চিহ্নে ক্লিক করুন।
এরপর আপনি এখান থেকে আপনার মোবাইলের মডেল সিলেক্ট করুন ও >> চিহ্নে ক্লিক করুন
এবার আপনি এখান থেকে আপনার মোবাইল নং টি প্রবেশ করার জন্য প্রথমে কান্ট্রি সিলেক্ট করবেন করার পর দেখবেন কোড 880 সেখানে ডিসপ্লে হবে আপনি শুধু বাকি নং গুলো প্রবেশ করাবেন যেমন 1618666200 এবং >> চিহ্নে ক্লিক করুন।
এখন আপনি মোবাইল প্রোভাইডার সিলেক্ট করবেন এবং >> চিহ্নে ক্লিক করবেন।
এবার কনফার্মেশন কোড গুলো প্রবেশ করিয়ে, একসেপ্ট বক্সে টিক চিহ্ন দিয়ে Get settings এ ক্লিক করুন,
ব্যস আপনার কাজ শেষ এবার আপনার মোবাইলে সেটিংস আসলে 1234 দিয়ে সেভ করুন এবং উপভোগ করুন। এভাবে আপনি পৃথিবীর যে কোন দেশের যে কোন মোবাইলে সেটিংস নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ ।।

ডাউনলোড করুন যে কোন মুভির subtitle

সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমরা প্রায় সবাই কম-বেশী বিদেশী মুভি দেখি। কিন্তু মাঝে মাঝে ভাষা বুঝতে আমাদের সমস্যা হয়। তাই আমরা subtitle ব্যবহার করে থাকি।আমি সব সময় subtitle দিয়েই মুভি দেখি। আবার সব সময় মুভির সাথে subtitle থাকে না। তাই ডাউনলোড করে নিতে হয়। আমি আজকে আপনাদের সাথে subtitle ডাউনলোড করার একটা সফটয়্যার শেয়ার করছি। আমি সব সময় এটিই ব্যবহার করি।
সফটয়্যারটা আগে ডাউনলোড করে নিন। তারপর বলছি কিভাবে subtitle পাবেন।
সফটয়্যারটা install করে run করুন।
1. এখানে আপনার কম্পিউটার থেকে মুভি সিলেক্ট করুন
2. এখানে ক্লিক করুন। একটু অপেক্ষা করুন।
3. এখানে আপনি অনেকগুলো subtitle পেয়ে যাবেন। subtitle এ ডাবল ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। যেই ফোল্ডারে মুভি থাকবে সেই ফোল্ডারেই subtitle ডাউনলোড হবে।
ভালো লাগলে জানাবেন।

অডিও গান শুনুন, সাথে দেখুন Lyrics

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আগের টিউনে আমি আপনাদের সাথে মুভির subtitle ডাউনলোড করার একটি সফট্‌য়্যার শেয়ার করেছিলাম। আজ আপনাদের দিচ্ছি দারুন একটা কাজের জিনিষ।
আমার মনে হয় এমন মানুষ পাওয়া যাবে না যিনি অডিও গান শুনে না। আমরা বাংলা গানের পাশাপাশি অন্যান্য ভাষার গানও শুনি। কিন্তু মাঝে মাঝে গানের কথাগুলো বুঝতে অসুবিধা হয়। যদি গান শুনার পাশাপাশি গানের কথাগুলো চোখের সামনে দেখতে পারতাম (!) তাহলে মনে হয় একটু সুবিধা হত। তাই আমি আজকে আপনাদের এমন একটা সফট্‌য়্যার দিচ্ছি যার মাধ্যমে আপনি অডিও গানের lyrics দেখতে পারবেন। এটি আসলে একটা প্লাগ-ইন। প্লাগ-ইন টা ইন্সটল করলে আপনার কম্পিউটারের আডিও প্লেয়ারেই আপনি গানটার lyrics দেখতে পারবেন।
এখানে যেমন আমি শুনছি For the widows in paradise গানটি।
আপনি ইচ্ছা করলে এর মাধ্যমে নিজেই গানের lyrics টা আপলোড করতে পারেন। গান প্লে করার সময় অবশ্যই নেট কানেক্ট থাকতে হবে। আর একটি কথা- আপনার গানের নামটি ঠিক থাকতে হবে। গানের নাম উল্টাপাল্টা থাকলে ( যেমন- Track09, artist26) সঠিক lyrics টা পাবেন না।
তো ডাউনলোড করে নিন আপনার প্রয়োজনীয় প্লাগ-ইন টি। আবার দেখা হবে :)
For Windows Media Player (XP): Download
For Windows Media Player (7): Download
For Winamp: Download
For iTunes: Download

আপনার ডেস্কটপ এর আইকন গুলোকে নাচান

বিসমিল্লাহির রহমানীর রাহীম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের কে আমি এমন একটি সফটওয়্যার দেব যেটার মাধ্যমে আপনার ডেস্কটপ হয়ে ওঠবে আকর্ষণীয় ।
আপনাদের কারো কাছে এই সফটওয়্যার থাকতেও পারে । যাদের কাছে এই সফটওয়্যার টি আছে এই টিউন তাদের জন্য নয় ।
সফটওয়্যার এর নাম হচ্ছে DESKTOP ICON.
নীচের চিত্রগুলো দেখুনঃ



সফটওয়্যার টি মাত্র 2.5 মেগাবাইট ।
ডাউনলোড লিঙ্কঃ http://www.2shared.com/file/Ie5sZLLC/DESKTOP_ICON.html
কেমন লাগল তা জানাতে ভুলবেন না কিন্তু ।
ধন্যবাদ সবাইকে ।

ইন্টারনেট মহাসমূদ্রের কিছু মূল্যবান মুক্তা

আমরা অনেকেই ইন্টারনেট এ অযথা ঘোরাঘোরি না করে  কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের ঠিকানা দিচ্ছি তাতে ঘোরে আসুন ।আশা করি এ ঠিকানা গুলো আপনাদের খুবই কাজে আসবে ।আমরা অনেকেই GOOGLE এর মহাসমুদ্রে ডুবে যাই ,কিন্তু তথ্য খুঁজে বের করতে পারিনা ।তাই সহজে কিছু দরকারি তথ্য পেতে এ সাইটগুলো বেশ উপকারি ।
আসুন সাইটগুলো দেখে নেই:-
1. www.filehippo.com (এখান থেকে লেটেস্ট সফ্টওয়্যার ফ্রী ডাউনলোড করা যায়)
2. www.openoffice.org (এখান থেকে MS OFICCE এর বিকল্প অফিস টুলস গুলোর অরিজিনাল ভার্সন পাবেন ।পুরোপুরি ফ্রী ।কারন এটা ওপেনসোর্স সফ্টওয়্যার )
3. www.thesitewizard.com (এতে ওয়েবসাইট তৈরি থেকে শুরু করে ডেভেলপমেন্ট পর্যন্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে)
4. www.thesimpledollar.com (পার্সোনাল ফিনান্স সম্পর্কে এটা চমত্‍কার একটা সাইট)
5. www.bplans.com (কীভাবে ব্যবসায় শুরু করতে হয় এবং কীভাবে বিজনেস প্ল্যান তৈরি করতে হয় এসম্পর্কিত পোস্টে ঢাসা এ সাইটটি)
6. www.inc.com (এটা স্মল বিজনেসের যাবতীয় তথ্যবহুল একটা সাইট)
7. www.selfhelpsanctum.com (এখানে কিছু বিখ্যাত অনুপ্ররণামূলক বই ফ্রী পড়তে পারবেন ।যেমন- নেপলিয়ন হিল এর 'থিংক এন্ড গ্রো রিচ')
8. www.allaboutcircuit.com (যারা ইলেক্ট্রিক সার্কিট ও ইলেক্ট্রিসিটি সম্পর্কে ভালো ও বাস্তব জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য বেশ উপকারী এ সাইটটি)
9. www.techradar.com (এখানে মোবাইল ,কম্পিউটার ,ক্যমেরা ইত্যাদি প্রোডাক্টের চমত্‍কার রিভিউ পাওয়া যায়)
10. www.tomshardware.com (এখানে কম্পিউটারের যাবতীয় হার্ডওয়্যার এর সেরা রিভিউ পাওয়া যায়)
11. www.entrepraneur.com (উদ্যোক্তাদের জন্য এটা চমত্‍কার একটা সাইট ।একবার ঘুরে আসুন)
12. www.youngentrepraneur.com (এতে যুব উদ্যোক্তাদের সফলতার বিভিন্ন দিক নিয়ে জ্ঞানগর্ভ পোস্ট এর সমাহার আছে)
13. www.thefreecountry.com (এটা থেকে টুকটাক সফ্টওয়্যার ফ্রীতে ডাউনলোড করা যায়)
14. www.answers.yahoo.com (আপনার যে বিষয় সম্পর্কে জানতে ইচ্ছে হয় তার কী ওয়ার্ড লিখে এতে সার্চ করুন দেখবেন বেশ উপকৃত হয়েছেন)
15. www.tomsguide.com (এতে সফ্টওয়্যার ও হার্ডওয়্যার সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান পেতে পারেন)
16. www.cprogramming.com (যারা C বা C শিখতে আগ্রহী তাদের জন্য এটা বেশ কার্যকরী)
17. www.gutenberg.org (পিসি বা মোবাইল এর জন্য হাজার হাজার বিখ্যাত বইগুলোর ইবুক ভার্সন ডাউনলোড করতে পারবেন )
18. www.gsmarena.com (বিভিন্ন টেকি প্রোডাক্টের স্পেসিফিকেশন এখানে পেতে পারেন)
19. www.w3schools.com (এর নাম হয়তো সবাই জানেন ।ওয়েব ডেভেলপমেন্টের সবচেয়ে সেরা রিসোর্স এখানে)
20. www.about.com (এটা এমন একটা সাইট যেখানে আপনি সকল বিষয়েরই যথাযথ তথ্য পেতে পারেন)
21. www.kalamullah.com (সহীহ ইসলামিক বইয়ের জন্য বিখ্যাত প্রকাশনা হল দারুস্সালাম প্রকাশনা ।আপনি এখানে দারস্সালেমের সেরা সেরা বই ও অন্যান্য স্কলারদের বইগুলো ফ্রি ডাউনলোড করে পড়তে পারবেন ।)
22. www.quran.com (ইউসুফ আলী ,মুহসীন খান ,পিকথাল প্রভৃতি স্কলারদের অনুবাদকৃত অন্তর্জাতিকভাবে স্বীকৃত অল কোরআন এখানে আছে ।কোরআনের শাব্দিক বিশ্লেষণ ও তাদের ব্যাকরণগত ব্যাখ্যাও এখানে আছে ।সহীহ ইন্টারন্যশনালও পাবেন এখানে ।গবেষকদের জন্য অত্যাবশ্যকীয় সাইট এটি ।)
23. www.sunnah.com (বিখ্যাত ইসলামিক স্কলারদের অনুবাদকৃত সহীহ হাদিস সমুহের ভান্ডার এ সাইটটি ।ধর্মীয় গবেষকদের জন্য এটা অবশ্যকীয় একটা সাইট ।)
24. www.investopedia.cow (যারা BBA করছেন তাদের জন্য এ সাইটটি খুবই গুরুত্বপূর্ণ ।ফিন্যানসিয়াল বিষয়গুলোর খুব সুন্দর অলোচনা এতে আছে ।)
25. www.webopedia.com (এতে ওয়েব ভিত্তিক বিভিন্ন টার্মস যেমন- এপাচি ,ওয়ার্ডপ্রেস ,রাবি ইত্যাদি বিশয়ে বেশ ভালো ব্যাখ্যা পাওয়া যাবে ।)
26. www.ocw.mit.edu (পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয় ম্যসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজির পক্ষ থেকে সবার জন্য উন্মুক্ত অনলাই এডুকেশন সাইট এটি ।এতে বিভিন্ন বিষয়ের টেক্সট ও ভিডিও লেকচার আছে ।একজন শিক্ষার্থী এখান থেকে বেশ উপকৃত হতে পারবে ।

গান থেকে ভোকাল রিমুভ করুন সহজ পদ্ধতিতে! বানিয়ে ফেলুন প্রফেশনাল মানের karaoke মিউজিক!!

Google এ সার্চ মেরে দেখলাম মিউজিক এর ভোকাল রিমুভমুভ করা নিয়ে বেশ কয়েকটি Software আছে। তবে ওইসব Software এর কার্যপদ্ধতি সহজ এবং কার্যকর হলেও অতটা ভাল মানের মিউজিক ট্রাক বানানো যায়না। তাই আজকে আমন একটি সহজ Software দেখাব যা দিয়ে আপনারা ভাল মানের karaoke ট্রাক বানাতে পারেন অর্থাৎ মিউজিক থেকে ভয়েস রিমুভ করে দিতে পারেন মিউজিক ফাইল এর কোয়ালিটি পরিবর্তন না করেই !! আসুন স্টার্ট করি।
যা যা লাগবেঃ
  1. windows ,linux অথবা mac এর যেকোন version ইন্সটল।
  1. Audacity নামের ফ্রী software । ডাউনলোড লিংকঃ  http://audacity.sourceforge.net/download/
যেভাবে করবেনঃ
প্রথমে audacity ইন্সটল করে নিন। এরপর এইটা ওপেন ( launch) করুন। এরপর ফাইল মেনু থেকে আপনার মিউজিক ফাইলটি import অর্থাৎ লোড করুন এভাবেঃ File>Open. তারপর ফাইলটি সিলেক্ট করে ওপেন করুন। তখন নিচের ছবির মত দেখাবে ।

এরপর আপনাকে যা করতে হবে তা হল মিউজিক ট্রাকটি split করা। এজন্য নিচের ছবির লাল গোল্লা দেওয়া অংশে ক্লিক করে অপশনগুলো থেকে " split stereo track" সিলেক্ট করুন ।

  1. split করা হয়ে গেলে নীল রঙের frequency band ( উপরের চিত্রে নীল গোল্লা করা অংশ) এর যেকোন একটিতে ডাবল ক্লিক করুন। এরপর Effect মেনু থেকে Invert সিলেক্ট করুন। Effect>Invert.
  2. কাজ প্রায় শেষ। এই ধাপটি খুব গুরুত্বপূর্ণ। এই ধাপে নিচের ছবির লাল গোল্লা করা অংশে ক্লিক করে "mono" সিলেক্ট করুন। মনে রাখবেন, এই কাজ দুইবার করা লাগবে। একবার উপরের ট্রাক এর জন্য এবং আরেকবার নিচের ট্রাক এর জন্য। কারন split করার পর আপনার মিউজিকটি দুটি ট্র্যাকে ভাগ হয়ে যায়।

  1. দুইবার দুটি ট্র্যাক হতে "mono" সিলেক্ট করার পর আপনার কাজ শেষ। এইবার সেভ করার পালা। আপনার karaoke মিউজিকটি save করুন এভাবেঃ File>Export. অর্থাৎ File menu থেকে export সিলেক্ট করে পছন্দের ফোল্ডার এ সেভ করুন। mp3 ফরম্যাটে সেভ করার সময় error দেখালে আপাতত wav ফরম্যাটে সেভ করে নিন। এরপর যেকোন অডিও কনভার্টার (format factory, freemake converter) দিয়ে একে mp3 তে কনভার্ট করে নিন।
আপনাদের কাম শেষ !! টিউনটি ভাল লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না। কারও বুঝতে অসুবিধা হলেও টিউমেন্ট কইরেন ।
"আগে কোথাও পোস্ট হয়নি"    "ভোকাল হয়ত পুরোপুরি রিমুভ করা যাবেনা, কিছু কিছু echo থেকে যেতে পারে। কিন্তু নিজের গান মিক্স করে ফেললে বুঝাই যাবেনা। অর্থাৎ karaoke মিউজিক ফাইল বানানোর জন্য যথেষ্ট কাজ করবে।"


সহজেই ফেসবুকে নীল রঙের স্ট্যাটাস আপডেট

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আমরা কম-বেশি প্রায় সবাই ব্যাবহার করে থাকি। আর এই ব্যাবহার এর মধ্যে অধিকাংশ সময়ে আমরা চ্যাট, লাইকস, স্ট্যাটাস আপডেট, কমেন্টস করে থাকি।
ফেসবুকের অধিকাংশ ব্যাবহারকারিই চান নিজের দেয়া স্ট্যাটাস, কমেন্টস অন্যদের নজর কাটুক। এবং সেই সাথে এর  ফিডব্যাক পান। সবসময়ই অন্যদের থেকে নিজেকে কিছুটা আলাদা করে উপস্থাপন করার প্রচেষ্টা।
ফেসবুকে সাধারণত সবার স্ট্যাটাস ও কমেন্টস কালো রং এর ফন্ট কালারে লিখা থাকে। কিন্তু আপনার দেয়া স্ট্যাটাস ও কমেন্টস যদি নীল রং এর ফন্ট কালারে লিখা হয় তাহলে কিন্তু ব্যাপারটা বেশ আকর্ষণীয় হয়ে উঠবে। এবং সেই সাথে সহজেই অন্যদেরও নজর কাটবে।
নীল রং এর ফন্ট কালারে স্ট্যাটাস আপডেট বা কমেন্টস লিখতে হলে আপনাকে যা করতে হবে :
স্ট্যাটাস আপডেট বা কমেন্টস বক্স এ কার্সর রেখে নিচের কোড গুলো হুবহু টাইপ করে আপনার কাঙ্ক্ষিত কথা টাইপ করুন।
@@[1:[0:1:আপনার স্ট্যাটাস বা কমেন্টস লিখুন]]
তবে এ ক্ষেত্রে বিশেষভাবে মনে রাখতে হবে কোডগুলো লিখার সময় কোডের মধ্যে কোন স্পেস দেওয়া যাবে না।

যেমন ধরুন, I am felling very much lucky লিখে স্ট্যাটাস আপডেট করতে চান তাহলে যেভাবে লিখবেন
@@[1:[0:1:I am felling very much lucky]]



লিখা শেষে পোস্ট বা শেয়ার করে দেখুন লিখাটি নীল রং এর ফন্ট কালারে প্রদর্শন করছে।




 ধন্যবাদ

বুধবার, ৪ জুলাই, ২০১২

মিস্টার মিসন'স উইল -হেনরি রাইডার হ্যাগার্ড

মিস্টার মিসন'স উইল
হেনরি রাইডার হ্যাগার্ড 


                                        DOWNLOAD

ব্লগস্পটে মাউসের ডান বাটন ডিজেবল করুন সহজেই।

অনেকেই জানেন যে আজ কাল যেসব কপি পেষ্ট হয় তার গোড়ায় আছে মাউসের ডান বাটনের তেলেসমাতি। তাই আজকে আমরা দেখবো কিভাবে মাউসের ডান বাটন ব্লগস্পট ব্লগে বন্ধ করা যায় ।


প্রক্রিয়াঃ
১. প্রথমেই Dashboard থেকে Layout এ গিয়ে Add Gadget থেকে HTML / JavaScript এ যান
২. নিচের কোড পুরাটুকু কপি করুন
<SCRIPT language=JavaScript>
 <!– http://www.techmasterblog.com –>
             var message = “function disabled by TechMasterBlog.com, Working to Spread BANGLA in all over the world”;
             function rtclickcheck(keyp){ if (navigator.appName == “Netscape” && keyp.which == 3){             alert(message); return false; }
             if (navigator.appVersion.indexOf(“MSIE”) != -1 && event.button == 2) {    alert(message);             return false; } }
             document.onmousedown = rtclickcheck;
</SCRIPT>

৩. অতঃপর একে সংরক্ষন করুন, আর
এরই সাথে উপভোগ করুন ডিজেবল্ড রাইট বাটন, যদিও এতে আপনি নিশ্চিত থাকতে প্রছেন না বাট একটা কমন লেভেল কে প্রোটেক্ট করতে পারছেন

কৌতুক ২


দয়া করে নিচের দিকে নামবেন না।
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
তাইলে একটা গল্প বলি
╬═╬
╬═╬
╬═╬
╬═╬
╬═╬

কৌতুক ১


এক উকিল তার মক্কেলকে
ফোন দিলো। ফোন ধরল
এক বাচ্চা ছেলে
খুব ফিসফিসিয়ে বলল “হ্যালো”
উকিলঃ “তোমার বাবা আছে?”

ছেলে(ফিসফিসিয়ে) : “হ্যাঁ”
উকিলঃ “তার
সাথে আমি কথা বলতে পারি?”

ছেলে(ফিসফিসিয়ে) : “সে ব্যস্ত”


উকিলঃ “তোমার মা আছে?”


ছেলে(ফিসফিসিয়ে) :”হ্যাঁ”


উকিলঃ “তার সাথে আমি কথা

বলতে পারি?”

ছেলে(ফিসফিসিয়ে) :"সেও

ব্যস্ত”