শুক্রবার, ৬ জুলাই, ২০১২

মেমোরীকার্ডকে হ্যাক করে পাসওয়ার্ড উদ্ধার করুন

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । আশা করি সকলে ভালো আছেন । আমার আজকের বিষয় হল মোমোরীকার্ডকে হ্যাক করে পাসওয়ার্ড পাওয়া ।
তাহলে চলুন ।
নিচের পদ্ধতি অনুসরন করুন ।
>>পদ্ধতিসমূহ<<<
১। প্রথমে একটি File Explorer ডাউনলোড করুন ।
এখানে খে ডাউনলোড করতে পারেন DOWNLOAD
.
২। মোবাইলে মেমোরিকার্ড প্রবেশ করুন এবং কিছুহ্মণ পর মেমোরীকার্ডটি মোবাইল থেকে বের করে ফেলুন ।
.
৩। এরপর File Explorer ওপেন করুন এবং মোবাইলের ফোন মেমোরীতে (c) প্রবেশ করুন এবং MMCSTORE নামক ফাইলটি খুজুন ।
.
৪। MMCSTORE ফাইলটি rename করে MMCSTORE.txt করে ফেলুন ।
.
৫। যদি আপনার মোবাইলে সরাসরি txt ফাইল পড়া যায় তাহলে ফাইলটি ওপেন করে পড়ুন । এরমধ্যেই পাসওয়ার্ড আছে ।
যদি txt ফাইলটি মোবাইলে পড়তে না পারেন তাহলে কম্পিউটার এ সেন্ড করে পড়ুন ।
[বিঃদ্রঃ যে মোবাইল দিয়ে মেমোরীকার্ড লক করা হবে সে মোবাইল দিয়ে এই প্রসেসটি করবেন না ]

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

No spam comment please. I will delete out of topic comment.