শুক্রবার, ১৩ জুলাই, ২০১২

টি-শার্টে মোবাইল চার্জ!

হুটহাট করে মোবাইল ফোনের চার্জ না থাকায় বিপদে পড়েন অনেকেই; কিন্তু পকেটে থাকা অবস্থায় যদি মোবাইল ফোন চার্জ দেওয়া যায় তাহলে কেমন হবে। সত্যি সম্প্রতি ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলিনার বিজ্ঞানীরা টি-শার্টে বিদ্যুৎ জমা করে রাখার একটি পদ্ধতি আবিষ্কার করেছেন। বিজ্ঞানীদের এ আবিষ্কার সত্যি হলে টি-শার্টের পকেটে রেখেই চার্জ দেওয়া যাবে মোবাইল ফোন।
অ্যাডভান্স ম্যাটেরিয়াল জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অধ্যাপক জিয়াংডং লি বলেন, তারা স্থানীয় দোকান থেকে একটি টি-শার্ট কিনে এনে সেটিকে ফ্লোরাইডের দ্রবণে ভেজান। এরপর অক্সিজেনবিহীন পরিবেশে উচ্চ তাপমাত্রায় এটি শুকানো হয়। ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রোড এবং ফেব্রিক ব্যবহার করে দেখা যায়, এটি ক্যাপাসিটারের (বিদ্যুৎ জমা রাখার যন্ত্র) মতো কাজ করছে।
অধ্যাপক লি বলেন, এ প্রক্রিয়ায় দেখা গেছে, ওই টি-শার্ট একটি সুপার ক্যাপাসিটারের মতো কাজ করছে। তিনি বলেন, আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কাপড় পরিধান করি। ভবিষ্যতে আমার টি-শার্টে অনেক ফাংশন থাকবে যেমন_ ধরা যাক টি-শার্টে সহজেই মোবাইল ফোন চার্জ দিচ্ছেন আপনি। বিবিসি অনলাইন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

No spam comment please. I will delete out of topic comment.