শুক্রবার, ১৩ জুলাই, ২০১২

ইন্টারনেটের গতি বাড়ান আপনার কম্পিউটারে !

আপনি জানেন কি,আপনার ইন্টারনেট স্পিড বাইফিল্ড ২০% কমানো?
কথাটা শুনতে অন্যরকম লাগলেও এটাই চির সত্য। আপনি হয়তো এখনো জানেন না যে, Microsoft windows গুলোতে আপনার কম্পিউটারে ২০% ইন্টারনেট স্পিড কমানো থাকে বাইফিল্ড ভাবে। এই ২০% বেন্ডউইথ Microsoft তাদের প্রডাক্ট আপডেট করার জন্য রিসার্ভ করে রাখে। এবার আপনিই

বলেন আপনি ২০% বঞ্চিত কিনা ?
ইতোপূর্বে বিভিন্ন সফটওয়্যার দ্বারা অনেকে হয়তো ইন্টারনেট স্পিড বাড়িয়েছেন। কিন্তু এতে ইন্টারনেট স্পিড বাড়লেও পিসি কিছুটা স্লো হয়ে গিয়েছিল। তবে এই ট্রিক্সটি এপ্লাই করলে পিসি স্লো হবার সম্ভাবনা নেই।
আসুন ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা ইন্টারনেট স্পিড ৮0% কে বাড়িয়ে ১০০% করে নেই
যেভাবে করবেনঃ
ক) স্টার্ট মেনু থেকে Run এ ক্লিক করুন।
gpedit.msc টাইপ করে এন্টার দিন।
খ) তারপর group policy editor ওপেন হবে. এখন,
Local Computer Policy / Computer Configuration / Administrative Templates / Network / QOS Packet Scheduler / Limit Reservable Bandwidth
গ) Limit Reservable bandwidth এ ডাবল ক্লিক করুন. এটা not configure করা থাকবে।
এখন সিলেক্ট করুন এবং ENABLE করুন, এখন Bandwidth limit % এ গিয়ে ০ লিখে দিন।
OK করে বের হয়ে আসুন।
এখন আপনার কম্পিউটারে আর ২০% স্পিড রিজার্ভ করা থাকবেনা। এবার ইন্টারনেটের দুনিয়ায় প্রবেশ করুন ১০০% গতি নিয়ে!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

No spam comment please. I will delete out of topic comment.