আপনি জানেন কি?

আপনি জানেন কি, আপনার কনুই থেকে হাতের কব্জি পর্যন্ত যত লম্বা, আপনার পায়ের পাতাও ঠিক তত লম্বা??

ইন্টারনেটের গতি বাড়ান আপনার কম্পিউটারে !

আপনি জানেন কি,আপনার ইন্টারনেট স্পিড বাইফিল্ড ২০% কমানো? কথাটা শুনতে অন্যরকম লাগলেও এটাই চির সত্য।

এবার আপনারা AIRTEL থেকে SMS করুন একদম ফ্রী।

আমরা সকলেই আমাদের মোবাইল ফোন থেকে কোন না কোন কাজে SMS SEND করে থাকি। এতে প্রতি SMS এর জন্য আমাদের কমপক্ষে খরচ হয় প্রায় ১ টাকা। কিন্তু এখন আমরা যারা AIRTEL ব্যবহার করি তারা খুব সহজে আমাদের এই টাকা বাঁচাতে পারি।

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

রবিবার, ২৪ জুন, ২০১২

কম্পিউটারের নানা সমস্যা ও সমাধান

(০১)সমস্যাঃ একটি নির্দিষ্ট ফাইলে কাজ করার পর ফাইলটিকে সেভ করলে সেভ হয় না।

সম্ভাভ্য কারণঃ
  • ফাইলটি রিড অনলি করা আছে।


সমাধানঃ
  • ফাইলটির প্রপার্টিজ থেকে রিড অনলি অপশনটি আনচেক করতে হবে। মাই কম্পিউটার-এ দুবার কিল্ক করযে ফোল্ডারের মধ্যে ফাইলটি আছে সেটি ওপেন কর। ফাইলটিতে মাউস পয়েণ্টার নিয়ে মাউসের ডান বোতাম ক্লিক কর। সেখান থেকে Properties ক্লিক কর। সেখানে Read only বক্সে একটি চিহ্ন দেয়া আছে সেটি বক্সে একটি চিহ্ন দেয়া আছে সেটি তুলে দাওএরপর Ok ক্লিক কর


বুধবার, ২০ জুন, ২০১২

সোনালী মৃত্যু ,Bangla Western Books, Sheba Prokashoni

বইটি উনলোড করে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন ৷

Bangla Western Books, Sheba Prokashoni 
সোনালী  মৃত্যু

ব্যাংক লুঠ করতে এসেছে দুর্দান্ত মেক্সিকান দস্যু ডন পেদ্রো । ঝামেলায় জড়াবে না, ভেবেছিল ম্যাক্স, কিন্তু চোখের সামনে এই অন্যায় দেখে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে? তার উপর লিজার……. না, না, সিনথিয়ার শহর এটা । অতএব যুদ্ধে নামল ও । টের পেল ডন কত ধানে কত চাল!!




http://www.mediafire.com/?m8l2aq67q66bgif 

তানভিরকে বাঁচাতে এগিয়ে আসুন

আজকে এই ছেলেটার বাবাকে দেখেছিলাম।। এক অসহায় বৃদ্ধ।। কিন্তু এখনো প্রানপ্রন চেষ্টা করে যাচ্ছেন নিজের প্রাণের টুকরোকে বাঁচানোর।।

বন্ধুরা, অনুগ্রহ করে পোস্টটি আপনাদের ওয়ালে Share করে বাচ্চাটিকে বাঁচাতে এগিয়ে আসুন।।

এই বাচ্চাটির নাম তানভির।। বয়স মাত্র ৪ বছর।। তার হার্টে একটি বড় ছিদ্র পেয়েছে ডাক্তাররা।। দিনমজুর বাবা নিজের জানপ্রান চেষ্টা করছেন টাকা জোগাড় করার।। কিন্তু অপারেশনের এতো টাকা তার পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না।। আপনাদের সহযোগিতা পারে এখন ছেলেটিকে বাঁচাতে।।

যারা সাহায্য করতে চান তারা নিম্নোক্ত তহবিলে সাহায্য পাঠাতে পারেন।।

Name: Rahela Begum
Account No: 38293
ISLAMI BANK BANGLADESH LTD, KHULNA BRUNCH

আর সাহায্য পাঠাতে না পারলে কমপক্ষে Share করুন আপনার ওয়ালে।। আপনার পোস্ট দেখে কেউ হয়তো এগিয়ে আসবে সাহায্যের জন্য।।

শুক্রবার, ১৫ জুন, ২০১২

কবিতা ২

চেয়ে থাকার ধৃষ্টতা করব না,
বলবনা ফিরে আসতে,
শুধু বলব মনে রেখ
এই আমাকে।

নিস্তব্ধতা

তোমার নিস্তব্ধতা আমাকে কষ্ট দেয়,
নিসঃঙ্গ করে দেয়।

তোমার নিস্তব্ধতা আমাকে কষ্ট দেয়,
বিষণ্ণ করে দেয়।

তোমার নিস্তব্ধতার মাঝে -
বৃত্তআকারে ঘূর্নায়মান আমি।

দূর বহুদূর একবিন্দু
নিস্তব্ধতা আলো
জলজল্লমান।

তাকিয়ে আছি তার পান,
হয়তো একদিন সে কথা বলবে।

ভালবাসা এবং .........

নিরপেক্ষভাবে নিজেকে বিচার কর
মুক্ত, স্বাধীন ও নির্মলভাবে তুলেধর
প্রকৃতির কাছে।সত্যিকারের ভালবাসা কি?
তুমি কি তা জান। তুমি যাকে ভালবাসা বল
তা ভালবাসা নয়। ভালবাসাত শ্বাশত, পবিত্র।
তোমার ক্ষুদ্র হৃদয় পারবে কি তা বোঝতে।
তোমার ভালবাসায় রয়েছে শুধুই নগ্নতা।
তুমি কি চাও? মন, নাকি এই নশ্বর দেহই
তোমার কাম্য।স্থুলভাবে ভালবেসনা।
ভালবাসাকে অপমান কর না।

অনামিকা

আমি জানিনা তোমার নাম
আমি জানিনা তোমার পরিচয়
শুধু জানি সে দুচোখের মায়া
মুখে লেগে থাকা সেই মিষ্টি বেদনা মেশান হাসি
যা আমাকে এখনও কাঁদায়
তাইত তোমার নাম দিয়েছি অনামিকা।

অনামিকা তুমি কি জান
এখনও আমি অনেক রাত জেগে থাকি
শুধু একটি কলের আশায়
তোমার কন্ঠ একবার শুনার আশায়
কিন্তু হায়! কত রাত কেটে যায়।

অনামিকা তুমি কি যান
এখনো আমি তোমাকে স্বপ্নে দেখি
আগে যেমন দেখতাম
ঠিক তেমনি নীল শাড়ি আর লাল টিপে,
তুমিত জাননা আমার স্বপ্নচারিতার কথা
যেখানে আমিই রাজ্যের রাজা
আর সেখানে শুধু আমি আর আমার অনামিকা।

অসামাপ্ত কিছু ভালবাসা

মাঝে মাঝে ভুল করে তোমায় ভালবেসে ফেলি,
আবার তোমার অবহেলায়, দুঃখ পেয়ে কাদি।
মাঝে মাঝে ভুলে যাই তুমি আমার নও। তাই ছুয়ে ফেলি,
কিছু কাটার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে ফিরে আসি।
* * *

ভালবাসা,
ভালবাসা বলতে তুমি কি বুঝ?
এটা কি শুধু মাত্র একটা শব্দ নাকি অনুরাগ।
ভালবাসা, সেকি শুধুই একটি সাজান ঘর?
নাকি মনের গহিন কুঞ্জ মনে মন মাতান একটি স্বপ্ন
ভালবাসা একটি, দুটি, চারটি অক্ষর।
নাকি ভালবাসা মানে দুটি মনের চাওয়া পাওয়া।
আরে ভালবাসা মানেত
* * *

শঙ্কা

মাঝে মাঝে ভালোবাসতে বড় ইচ্ছে করে,
কিন্তু ভয় হয় দুঃখ পাবার।
মাঝে মাঝে বড় ভালোবাসতে ইচ্ছে হয়,
কিন্তু ভয় হয় তোমায় না পাবার।
মাঝে মাঝে ভালোবাসতে বড় ইচ্ছে হয়,
কিন্তু ভয় হয় তোমায় পেয়েও হারাবার।
মাঝে মাঝে ভালোবাসার বড় সাধ জাগে,
কিন্তু ভয় হয় তোমায় হারিয়ে ফেলবার।
মাঝে মাঝে ভালোবাসতে ইচ্ছে করে,
কিন্তু ভয় হয়,
বড্ড ভয় হয়।

ঘুড়ি

মন যে আমার নীলচে আকাশ,
নাই যে তাতে ঘুড়ি।
নাটাই হাতে একলা আমি,
ঘুড়ি গেছে চুরি।

ঘুড়ির সুতা কাইটা গেছে,
ঘুড়ি আমার উইরা গেছে।
ঘুড়ির পিছে ছুটছি আমি,
আরেক বাড়ির ছাদের পিছে।

ঘুড়ি আমার উইরা গেল,
সুতা গুলা পইরা গেল।
নাটাই হাতে একলা আমি,
আকাশ পানে চাইয়া থাকি।

কই যে গেল মনের ঘুড়ি,
একলা বইসা থাকি।
ঘুড়ি আমার উইরা গেল,
দিল মোরে ফাকি।

বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১২

*মোবাইল টিপস* ## 1


•• মোবাইল ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করার৭ টি উপায় ••
অনেক সময় দেখা যায় ব্যাটারিএর কারণে আমাদেরঅকারনে ভোগান্তি বেড়ে যায়। আর সে কারনে আমাদের জেনে রাখা দরকার কেন ব্যাটারি দীর্ঘস্থায়ী হয়না। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেই এজন্য আমাদের করনীয় কি…
» অকারনে মোবাইল এর ব্লুটুথ অন করে রাখবেন না। প্রয়োজন শেষ হলে ব্লুটুথ অফকরে রাখুন ।
» আমরা অনেকে কীপ্যাড এর শব্দ এবং ভাইব্রেশন ব্যবহার করি যা অপ্রয়োজনে করা উচিত নয় ।
» মোবাইল এর ডিসপ্লেতে আলো কমিয়ে রাখুন ।
» পাওয়ার সেভার টাইমআউট এ সর্বনিম্ন ভ্যালু ব্যবহার করুন ।
» কোন অ্যাপ্লিকেশন এর কাজ শেষ হলে টা বন্ধ করে রাখাই উত্তম ।
» মোবাইল এ গেম খেলতে কম বেশি সকলেরই বেশ ভাললাগে কিন্তু এতে ব্যাটারির আয়ুস্কাল কমে যায় । তাই এদিকে লক্ষ্য রাখা উচিত ।
» যদি মোবাইল ফোন নেটওয়ার্ক না পায় তাহলে মোবাইল টি বন্ধ করে আবার চালু করে দেখুন তাও যদি না পায় তবে মোবাইল টি বন্ধ রাখুন কারণ নেটওয়ার্ক সার্চ এর জন্য প্রচুর চার্জব্যবহ্রত হয় ।
আশা করি এভাবে চালালে আপনার ব্যাটারি লাইফ কিছুটা হলেও বৃদ্ধি পাবে।

*ফেইসবুক টিপস*

Warning!!! Facebook Verification Scam
আমরা যারা Facebook ব্যবহার করে থাকি তাদের জন্য এই নতুন “সতর্কবার্তা আছে! ফেসবুক যাচাই করার জন্য মেসেজ পাঠাছে। আপনি যদি আপনার অ্যাকাউন্ট ভাল বেশে থাকেন তাহলে এই ধরনের মেসেজ এ ক্লিক করবেন না, কারন এটি একটি স্প্যাম।
নিচের ছবি দেখন, এ ধরনের মেসেজ আসবে … যা স্পাম।
এই ধরনের ম্যাসেজ এড়িয়ে চলবেন। কেটে দিবেন সামনে আসলে। আর ভুলেও এগুলোতে ক্লিক করবেন না। এতে আপনার ফেইসবুক আইডিটি হ্যাক হয়ে যেতে পারে।।
আপনার বন্ধুদের সর্তক করতে পোস্টটি শেয়ার করুন। শেয়ার করতে নিচের Share বাটনে ক্লিক করুন। এছাড়াও ট্যাগ অপশান ব্যবহার করেও আপনার বন্ধুদের জানাতে পারেন।

ফেসবুক যাদু – ফেসবুকের যে কোন ছবি ডিলিট করে দিলেও নিমিষে সেই ছবি ফেসবুক সার্ভার থেকে দেখে নিতে পারেন

শুরুতে বলে নিচ্ছি পোস্ট টি একদম বেসিক লেভেলের নতুনদের জন্য অনেকেই মনে হয় জানেন এটা। যাইহোক জিনিসটা হচ্ছে মনে করেন আপনার বন্ধুর অথবা আপনার নিজের কোন ছবি আপনি ভুলে মুছে দিয়েছেন সেটি আপনি ইচ্ছে করলেই একটু ট্রিকস করলেই খুজে পেতে পারেন। কারন ছবিগুলো ফেসবুক সার্ভার থেকে নিয়ে আসতে পারবেন। মানে দেখতে ও পিসিতে চাইলে সেভ ও করে রাখতে পারবেন।

  • প্রথমে পরিক্ষা করার জন্য আপনার যে কোন একটি ছবি রাইট ক্লিক করে New Tab এ ওপেন করুন।
  • এখন ছবিটির লিংক মানে আদ্দ্রেসস বারে যে লিংক আছে সেটি নোট করে রাখুন।
  • এবার ছবিটির উপরে রাইট ক্লিক করে Copy Image URL এ ক্লিক করে পেস্ট করুন Notepad এ (এই লিংক টি পড়ে আমরা ব্যবহার করব।)
  • এবার ছবিটি মুছে দিন নির্ভয়ে।
  • এবার প্রথম লিংক মানে ২ নং পয়েন্টে যে বলেছিলাম ইউআরএল বা লিংক টি মনে রাখতে address বারে পেস্ট করলে দেখতে পারবেন একটি এরর দিচ্ছি। This Content is Currently Unavailable
  •  এবার মজা বা যাদু দেখুন ৩নং পয়েন্টে যে আমি বলেছিলাম লিংক টি সেভ করে রাখতে সেটি লিখে দেখুন অ্যাড্রেস বারে আপনার মুছে ফেলা ছবিটি আপনি দেখতে পারবেন।

মঙ্গলবার, ১২ জুন, ২০১২

▒▓ Pendrive এর ব্যাকগ্রাউন্ড এ ছবি যুক্ত ও Icon পরিবর্তন করুন

1. Background পরিবর্তন করার জন্যঃ
নোটপ্যাড এ গিয়ে নিচের কোডটি কপি করে পেস্ট দিন। এবার File এ গিয়ে Save as এ ক্লিক করে
পেনড্রাইভ এ Desktop.ini নামে সেভ করুন । সেভ করার সময় File type: All file নির্বাচন করুন। এবার আপনি যে ছবি Background এ সেট করবেন তা পেনড্রাইভ এ এনে Background নামে Rename রুন। তারপর Refresh করুন আর দেখুন মজা। [ছবিটি jpg format এর হতে হবে]
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
Attributes=1
Icon Area_Image=background.jpg
Icon Area_Text=0xFF3300
২. Icon পরিবর্তন করার জন্যঃ
নোটপ্যাড এ গিয়ে নিচের কোডটি কপি করে পেস্ট দিন। এবার File এ গিয়ে Save as এ ক্লিক করে
পেনড্রাইভ এ Autorun.inf নামে সেভ করুন । সেভ করার সময় File type: All file নির্বাচন করুন। এবার আপনি যে আইকন  পেনড্রাইভ এ সেট করবেন তা  পেনড্রাইভ এ এনে E1 নামে Rename করুন। তারপর  পেনড্রাইভ টি খুলে আবার প্রবেশ করান আর মজা নিন।
[auto run]
Icon=E1.ico

ধন্যবাদ সবাইকে !!!

বিভিন্ন ভাষায় "আমি তোমাকে ভালবাসি" কথাটি প্রকাশ।

আসসাল্লামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের নতুন একটি বিষয়ে জানাবো। ভালবাসা শব্দটি যে ভাষায়েই বলা হোক না কেন তা একটি কথাই বুঝায় আর তা হলো ♥ ভালবাসা ♥। কিন্তু বিভিন্ন ভাষায় এর প্রকাশ ভিন্ন ভাবে। এখানে তাই দেয়া হল।





Afrikaans - Ek het jou lief


Albanian - Te dua


Arabic - Ana behibak (to male)


            - Ana behibek (to female)


Armenian - Yes kez sirumen


Bangla - আমি তোমাকে ভালোবাসি

Bambara - M'bi fe


Belarusian - Ya tabe kahayu


Bisaya - Nahigugma ako kanimo


Bulgarian - Obicham te


Cambodian - Soro lahn nhee ah

পেনড্রাইভ বা মেমরী কার্ড PC – তে Open হচ্ছেনা ? কোন Software ছাড়াই Open করুন !!!

পেনড্রাইভ দিয়ে আমরা Data Transfer করি । আজকাল পেনড্রাইভ ও Memory কার্ড হলো ছোট ফাইল বা মুভি Transfer করার প্রধান মাধ্যম । কিন্তু অনেক সময় PC তে পেনড্রাইভ বা কার্ড Reader দিয়ে Memory Card ঢুকালে বা Memory Card – এর Icon আসে ঠিকই কিন্তু Open করার সময় একটি Error বার্তা “Access is denied” আসে । এটা Windows XP -তে বেশী হয়ে থাকে । একের অধিক PC থেকে যেগুলোতে বিভিন্ন Operating System চালিত ( যেমন : Windows XP, 7 or Apple OS) ক্রমাগত Data Transfer করার ফলে অথবা Virus এর কারনে এই সমস্যাটা হয় । অর্থাৎ PC তে Open হতে চায়না ।আমি নিজে এ সমস্যা অনেকবার face করেছি এবং বাধ্য হয়ে পেনড্রাইভ টিকে পুনরায় সচল করার জন্য হয় Antivirus দিয়ে scan করতে হয়েছে, না হয় Format দিতে হয়েছে । ফলে দরকারি Data হারাতে হয়েছে । তাই এই ছোট Tips এর সহায়তা নিয়ে এই সমস্যা দূর করুন।


১. পেনড্রাইভ বা Memory card-টি PC -তে লাগান ।
২. পেনড্রাইভ বা Memory card এর Icon-এ Right click করুন ।
৩ . Open না করে Copy অপশন Select করুন ।
৪. এবার আপনার Hard disc -এর যেকোন Drive – এ তা Paste করুন ।
৫. এবার ওপেন করুন এবং আপনার ফাইলটি নিয়ে নিন।
৬. এবার পেনড্রাইভ – টিকে Format করুন এবং আপনি যে ফাইলটি Hard Disc- এ জমা করলেন সেগুলো আবার পেনড্রাইভ – Copy or Cut করে Paste করুন।

শুক্রবার, ৮ জুন, ২০১২

কবিতা ১




আবার পাখি যাচ্ছে উড়ে
ধরে ওই নীল আকাশ
যাচ্ছে যখন যাক না চলে
ফেলছি কেন দীর্ঘশ্বাস
ছিল আমার প্রথম ঠিকই
ছিল না হয় শেষটুকু ।