মঙ্গলবার, ১২ জুন, ২০১২

পেনড্রাইভ বা মেমরী কার্ড PC – তে Open হচ্ছেনা ? কোন Software ছাড়াই Open করুন !!!

পেনড্রাইভ দিয়ে আমরা Data Transfer করি । আজকাল পেনড্রাইভ ও Memory কার্ড হলো ছোট ফাইল বা মুভি Transfer করার প্রধান মাধ্যম । কিন্তু অনেক সময় PC তে পেনড্রাইভ বা কার্ড Reader দিয়ে Memory Card ঢুকালে বা Memory Card – এর Icon আসে ঠিকই কিন্তু Open করার সময় একটি Error বার্তা “Access is denied” আসে । এটা Windows XP -তে বেশী হয়ে থাকে । একের অধিক PC থেকে যেগুলোতে বিভিন্ন Operating System চালিত ( যেমন : Windows XP, 7 or Apple OS) ক্রমাগত Data Transfer করার ফলে অথবা Virus এর কারনে এই সমস্যাটা হয় । অর্থাৎ PC তে Open হতে চায়না ।আমি নিজে এ সমস্যা অনেকবার face করেছি এবং বাধ্য হয়ে পেনড্রাইভ টিকে পুনরায় সচল করার জন্য হয় Antivirus দিয়ে scan করতে হয়েছে, না হয় Format দিতে হয়েছে । ফলে দরকারি Data হারাতে হয়েছে । তাই এই ছোট Tips এর সহায়তা নিয়ে এই সমস্যা দূর করুন।


১. পেনড্রাইভ বা Memory card-টি PC -তে লাগান ।
২. পেনড্রাইভ বা Memory card এর Icon-এ Right click করুন ।
৩ . Open না করে Copy অপশন Select করুন ।
৪. এবার আপনার Hard disc -এর যেকোন Drive – এ তা Paste করুন ।
৫. এবার ওপেন করুন এবং আপনার ফাইলটি নিয়ে নিন।
৬. এবার পেনড্রাইভ – টিকে Format করুন এবং আপনি যে ফাইলটি Hard Disc- এ জমা করলেন সেগুলো আবার পেনড্রাইভ – Copy or Cut করে Paste করুন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

No spam comment please. I will delete out of topic comment.