মঙ্গলবার, ১২ জুন, ২০১২

▒▓ Pendrive এর ব্যাকগ্রাউন্ড এ ছবি যুক্ত ও Icon পরিবর্তন করুন

1. Background পরিবর্তন করার জন্যঃ
নোটপ্যাড এ গিয়ে নিচের কোডটি কপি করে পেস্ট দিন। এবার File এ গিয়ে Save as এ ক্লিক করে
পেনড্রাইভ এ Desktop.ini নামে সেভ করুন । সেভ করার সময় File type: All file নির্বাচন করুন। এবার আপনি যে ছবি Background এ সেট করবেন তা পেনড্রাইভ এ এনে Background নামে Rename রুন। তারপর Refresh করুন আর দেখুন মজা। [ছবিটি jpg format এর হতে হবে]
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
Attributes=1
Icon Area_Image=background.jpg
Icon Area_Text=0xFF3300
২. Icon পরিবর্তন করার জন্যঃ
নোটপ্যাড এ গিয়ে নিচের কোডটি কপি করে পেস্ট দিন। এবার File এ গিয়ে Save as এ ক্লিক করে
পেনড্রাইভ এ Autorun.inf নামে সেভ করুন । সেভ করার সময় File type: All file নির্বাচন করুন। এবার আপনি যে আইকন  পেনড্রাইভ এ সেট করবেন তা  পেনড্রাইভ এ এনে E1 নামে Rename করুন। তারপর  পেনড্রাইভ টি খুলে আবার প্রবেশ করান আর মজা নিন।
[auto run]
Icon=E1.ico

ধন্যবাদ সবাইকে !!!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

No spam comment please. I will delete out of topic comment.