শুক্রবার, ১৫ জুন, ২০১২

নিস্তব্ধতা

তোমার নিস্তব্ধতা আমাকে কষ্ট দেয়,
নিসঃঙ্গ করে দেয়।

তোমার নিস্তব্ধতা আমাকে কষ্ট দেয়,
বিষণ্ণ করে দেয়।

তোমার নিস্তব্ধতার মাঝে -
বৃত্তআকারে ঘূর্নায়মান আমি।

দূর বহুদূর একবিন্দু
নিস্তব্ধতা আলো
জলজল্লমান।

তাকিয়ে আছি তার পান,
হয়তো একদিন সে কথা বলবে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

No spam comment please. I will delete out of topic comment.