শুক্রবার, ১৫ জুন, ২০১২

অনামিকা

আমি জানিনা তোমার নাম
আমি জানিনা তোমার পরিচয়
শুধু জানি সে দুচোখের মায়া
মুখে লেগে থাকা সেই মিষ্টি বেদনা মেশান হাসি
যা আমাকে এখনও কাঁদায়
তাইত তোমার নাম দিয়েছি অনামিকা।

অনামিকা তুমি কি জান
এখনও আমি অনেক রাত জেগে থাকি
শুধু একটি কলের আশায়
তোমার কন্ঠ একবার শুনার আশায়
কিন্তু হায়! কত রাত কেটে যায়।

অনামিকা তুমি কি যান
এখনো আমি তোমাকে স্বপ্নে দেখি
আগে যেমন দেখতাম
ঠিক তেমনি নীল শাড়ি আর লাল টিপে,
তুমিত জাননা আমার স্বপ্নচারিতার কথা
যেখানে আমিই রাজ্যের রাজা
আর সেখানে শুধু আমি আর আমার অনামিকা।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

No spam comment please. I will delete out of topic comment.