রবিবার, ২৪ জুন, ২০১২

কম্পিউটারের নানা সমস্যা ও সমাধান

(০১)সমস্যাঃ একটি নির্দিষ্ট ফাইলে কাজ করার পর ফাইলটিকে সেভ করলে সেভ হয় না।

সম্ভাভ্য কারণঃ
  • ফাইলটি রিড অনলি করা আছে।


সমাধানঃ
  • ফাইলটির প্রপার্টিজ থেকে রিড অনলি অপশনটি আনচেক করতে হবে। মাই কম্পিউটার-এ দুবার কিল্ক করযে ফোল্ডারের মধ্যে ফাইলটি আছে সেটি ওপেন কর। ফাইলটিতে মাউস পয়েণ্টার নিয়ে মাউসের ডান বোতাম ক্লিক কর। সেখান থেকে Properties ক্লিক কর। সেখানে Read only বক্সে একটি চিহ্ন দেয়া আছে সেটি বক্সে একটি চিহ্ন দেয়া আছে সেটি তুলে দাওএরপর Ok ক্লিক কর



(০২)সমস্যাঃ হার্ডডিক্সে কোন একটি ফাইল বা ফোল্ডার খুঁজে পাওয়া যাচ্ছে না

সম্ভাভ্য কারনঃ
  • ফাইল বা ফোল্ডারটি হিডেন করা থাকতে পারে। অথবা ফাইলটি মুছে গেলেও ফাইলটি খুঁজে পাওয়া যাবে না


সমাধানঃ
  • ফাইল বা ফোল্ডারটির প্রপার্টিজ থেকে হিডেন অপশনটি আনচেক করতে হবেমা কম্পিউটার-এ দুবার কিল্ক কর। সেটি ওপেন কর। ফাইলটিতে মাউস পয়েণ্টার নিয়ে মাউসের ডান বোতাম ক্লিক কর। ফাইলটিতে মাউস পয়েণ্টার নিয়ে মাউসের ডান বোতাম ক্লিক কর ।সেখান থেকে Properties ক্লিক কর। সেখানে Hidden বক্সে একটি চিহ্ন দেয়া আছে। সেটি তুলে দাও। এরপর Ok ক্লিক কর
  • মুছে য়াওয়া ফাইল খুঁজে পাওয়া যাবে না। দি Recycle Bin-থাকে তাহলে Recycle Bin থেকে  ফিরিয়ে আনা যাবে

Recycle Bin থেকে ফাইল বা ফোল্ডার ফিরিয়ে আনা

অনেক সময় ভুল করে কোন ফাইল Delete হয়ে Recycle Bin থেকে চলে যেতে পারে অথব কোন ফাইল Delete করার পর মনে হতে পারে ফাইলটি প্রয়োজন । তখন Recycle Bin থেকে ফাইলটি ফিরিয়ে আনার জন্য-
  • Recycle Bin দুবার ক্লিক কর।
  • যে ফাইলটি প্রয়োজন সে ফাইলটি সিলেক্ট কর।
  • File menu থেকে  Restore কিল্ক কর। 


(০৩)সমস্যাঃ Copy, Cut ,Paste,এবং Save হয় না

সম্ভাভ্য কারণঃ
  • কম্পিউটাটি ভাইরাস প্রোগ্রাম দ্বারা আক্রান্ত হয়েছে।


সমাধানঃ
  • কম্পিটারে ব্যবহত সর্বশেষ সংস্করনের এন্তিভাইরাস ব্যবহার করতে হবে এবং নিয়মিত ভাইরাস স্ক্যান করতে হবে


(০৪)সমস্যাঃ অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় Normal , Safe mode ,Command prompt ইত্যাদি অপশন আসে

সম্ভাভ্য কারণঃ
  • অপারেটিং সিস্টেমের সমস্যা হলে এই ধরণের ম্যাসেজ দেয়।


সমাধানঃ
  • কিবোর্ড এর আপ/ডাউন এরো কী দিয়ে Safe mode অপশন সিলেক্ট করে এন্তার দিলে কম্পিটার Safe mode রান করবে। এর পর প্রয়োজনীয় ফাইল নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে অপারেটিং সিস্টেম আবার ইন্সতল করতে হবে।


(০৫)সমস্যাঃ মাউসে হাত রাখলে অথবা মাউস পয়েন্টার নিজ থেকেই ডেস্কটপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায় বা স্থির থাকে না

সম্ভাভ্য কারণঃ
  • মাউসের সেন্সর নষ্ট থাকতে পারে।


সমাধানঃ
  • মাউসটি খুলে সেন্সরটি পরিস্কার করে দেখা য়েতে পারে। তাতে যদি কাজ না হয় তাহলে মাউসটি পরিবর্তন করতে হবে।

(০৬)সমস্যাঃ বায়োসে দেয়া পাসওয়ার্ড মনে নেই বা জানা নেই।

সমাধানঃ
  • মাদারবোর্ডের রম বায়োসের ব্যাটারি খুলে মিনিট খানেক পর পুনঃস্থাপন করতে হবে।


অথবা
  • মাদারবোর্ডে রম বায়োসের জাম্পার খুলে ফ্রি করে দিলেও পাসওয়ার্ড মুছে যাবে ও বায়োস সঙ্ক্রান্ত যাবতীয় তথ্য পূর্বের অবস্থায় আসবে।

অথবা
  • কম্পিউটার অন করার সময় Safe mode এ অন করতে হবে, তারপর New একটা User Account খুলতে হবে, তারপর New Account দিয়ে কম্পিউটার অন করতে হবে, তারপর আগের Account টা Delete করতে হবে।



(০৭)সমস্যাঃ সিস্টেম ইউনিট এবং মনিটরে পাওয়ার আসে না।    

সম্ভাভ্য কারণঃ
  • সরবরাহকৃত বিদ্যুতের উৎসে সমস্যা হতে পারে।
  • সিস্টেম ইউনিটের পাওয়ার সাপ্লাই ইউনিটে সমস্যা হতে পারে।


সমাধানঃ
  • সিস্টেম বক্সের সাথে সংযুক্ত বিদ্যু সরবরাহ লাইন ঢিলা হয়ে থাকলে শক্ত করে দিতে হবে।
  • সিস্টেম বক্সের পাওয়ার তার এবং পাওয়ার সাপ্লাই ইউনিট ঠিক করতে হবে বা পরিবর্তন করতে হবে।


(০৮)সমস্যাঃ সিস্টেম ইউনিটে পাওয়ার আসে না কিন্তু মনিটরে পাওয়ার আসে। 

সম্ভাভ্য কারণঃ
  • সিস্টেম ইউনিটের পাওয়ার সাপ্লাই ইউনিট নষ্ট থাকতে পারে।


সমাধানঃ
  • পাওয়ার সাপ্লাই ইউনিট পরীক্ষা করে দেখতে হবে । প্রয়োজনে পরিবর্তন করতে হবে।


(০৯)সমস্যাঃ সিস্টেম বক্স ও মনিটরে পাওয়ার আসে কিন্তু ডিসপ্লে আসে না।

সম্ভাভ্য কারণঃ
  • ডিসপ্লে কার্ডে মনিটরে সংযোগ লাইন সমস্যা হতে পারে।
  • ডিসপ্লে (ভিজিএ/এজিপি) কার্ডে সমস্যা হতে পারে।
  • মাদারবোর্ডসহ র‍্যাম ও প্রসেসর নষ্ট থাকলে ডিসপ্লে আসে না।
  • মনিটরে ডিসপ্লে ইউনিট কিংবা সংশ্লিষ্ট কোন যন্ত্রাংশ নষ্ট হতে পারে।


সমাধানঃ
  • ডিসপ্লে কার্ডে মনিটরে সংযোগ লাইন খুলে পুনরায় শক্ত করে লাগাতে হবে।
  • ডিসপ্লে কার্ড, র‍্যাম, প্রসেসর ও মাদারবোর্ড পরীক্ষা করে দেখতে হবে, প্রয়োজনে পরিবর্তন করতে হবে ।মনিটরে ডিসপ্লে ইউনিট কিংবা সংশ্লিষ্ট কোন যন্ত্রাংশ পরীক্ষা করে দেখতে হবে, প্রয়োজনে পরিবর্তন করতে হবে।









 

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

No spam comment please. I will delete out of topic comment.