বৃহস্পতিবার, ১৭ মে, ২০১২

ছেলেটা

ছেলেটা হাটছিল,
শুনশান নিরব চারদিক।
পথের দুপাশের দালানগুলো মাথা উচু করে দাড়িয়ে
নিরবতা কিংবা বিষন্নতা গ্রাস করে নিয়েছে বিকালটাকে।
হঠাত্ লাল বিল্ডিংটার দুতালায় মেয়েটা এসে উকি দেয়।
ছেলেটা অবাক বিস্ময়ে ফিরে তাকায়
হঠাত্ যেন ঝড় উঠে সেই রাস্তায়।
দেখতে পায় এক জোড়া অস্মভব সুন্দর মায়াবী চোখ।
কিযেন এক মাদকতা তার মাঝে
সে চোখের অতল গহব্বরে সে চেয়ে রয়
হারিয়ে যায় যেন কোন মায়াবী প্রান্তরে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

No spam comment please. I will delete out of topic comment.